ভারতের উত্তর প্রদেশে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২২
ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। সোমবার সকালে উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ১৫৫ মাইল দূরে এই দুর্ঘটনা ঘটে।
একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, নিহত ২২ জন মারাত্নকভাবে জখম হওয়ায় তাদের এখনো চিহ্নিত করা যায়নি । বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন লেগে গেলে হতাহতের ঘটনা ঘটে। তবে পুলিশ এখনো ট্রাকের চালককে খুঁজছেন ।
এএফপি পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, সংঘর্ষের পর বাসটির দরজা আটকে যায় । ফলে ভেতরে থাকা যাত্রীরা আটকা পরে। কিছু যাত্রী জানালা ভেঙ্গে বেড় হতে সক্ষম হন।
ভারতের উত্তর প্রদেশ পুলিশের মুখপাত্র রাহুল শ্রীভাস্তভ বলেন ,বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলো। তার মধ্য ২২ জন নিহত হয়েছেন বাকিদেরকে উদ্ধার করে গুরতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক।
ভারত বিশ্বে সড়ক দুর্ঘটনায় শীর্ষে। এখানে প্রতি মিনিটে ৪ জন করে মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। শুধু মাত্র ২০১৫ সালে ভারতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১,৪৬,১৩৩ জন।